• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এ বছর কারিনার ৩ সিনেমা

প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ১০:৫৮

এ বছর কারিনার ৩ সিনেমা

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক চমক দেখিয়ে কারিনা কাপুর দর্শকদের মন জয় করে নেন। হয়ে ওঠেন বলিউডের সেরা অভিনেত্রীদের একজন। ২৩ বছর কাটিয়ে দিয়েছেন রূপালী পর্দায়। কিন্তু গত কয়েক বছরে পর্দায় তার উপস্থিতি কিছুটা কমে গেছে। এ বছর আগের সেই চেনারূপে ফিরছেন কারিনা।

আরও পড়ুনঃ  ক্যানসার নিয়েই রোজা রাখছেন হিনা খান

২০২৪ সালে কারিনা অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তালিকায় রয়েছে: করণ জোহরের ‘তাক্ত’, রাজেশ কৃষ্ণানের ‘দ্য ক্রু’ এবং রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’। এ তিন ছবিতে তিন ধরনের চরিত্রে দেখা যাবে কারিনাকে।

এরইমধ্যে ছবিগুলোর কাজও শেষের দিকে। ২৯ শে মার্চ মুক্তি পাবে‘দ্য ক্রু’। আগস্টে আসবে ‘সিংহাম এগেইন’ ও ‘তাক্ত’ ছবি দুটি। কারিনা কাপুর নিজেও এ বছর তার এমন রাজকীয় কামব্যাক নিয়ে বেশ উচ্ছ্বসিত।

আরও পড়ুনঃ  সড়কে প্রাণ হারালেন মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন

তিনি বলেন, সংসারকে গুরুত্ব দিতে গিয়ে কাজ খুব বেশি করা সম্ভব হয় না। সংসার সামলে যা সময় পাই কাজে দেই। তারপরও তিনটি ছবি মুক্তি পাচ্ছে। এটা যে কোনো শিল্পীর জন্য ভালোলাগার ব্যাপার। তিন ছবি তিন ধরনের। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।

আরও পড়ুনঃ  গায়ে ওড়না দাও, বোরকা পরো অভিনেত্রীর উদ্দেশে সানা খান

কারিনা আরও বলেন, এসব সম্ভব হয়েছে সাইফের জন্য। কারণ এ ছবিগুলোর শুটিংয়ের সময় তার পূর্ণ সহযোগিতা ও উৎসাহ পেয়েছি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675