• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সিসি ক্যামেরায় চোখ রেখে চলত মাদকের কেনাবেচা

প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ১১:২৮

সিসি ক্যামেরায় চোখ রেখে চলত মাদকের কেনাবেচা

স্টাফ রিপোর্টার : বস্তির ভাঙাচোরা ঘর। সেই ঘরের গোপন জায়গায় বসানো ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এর কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি নজরদারি করা। আর ভেতরে মনিটরে চোখ রেখে নিরাপদে চলে মাদক বিকিকিনি। খোঁজ পেয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

তবে পালিয়ে যেতে সক্ষম হন ঘরের মালিক মোসা. শাহিদা (৩০)। এ সময় ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা, চারটি সিসি ক্যামেরা, একটি মনিটর ও নগদ ১ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৪

ঘটনাটি ঘটে শনিবার রাতে রাজশাহী মহানগরীর আইডি বাগানপাড়া মহল্লায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পালিয়ে যাওয়া শাহিদার সহযোগী রতন আলী (৩৯) ও মো. মৃদুল (৩০), মাদকসেবী খন্দকার শাকিল হোসেন পলাশ (৪৬), মো. শাকিল (২৪), দুলু শেখ (৬৭) ও মো. রাকিব (২২)।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশ শেষে হামলা, গুরুতর আহত ১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শাহিদা তাঁর বাড়িতে সিসি ক্যামেরা বসিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজরদারি করতেন। দেখতেন তাঁর বাড়ির দিকে কেউ আসছে কি না। এভাবে নজরদারি করে তিনি নিরাপদে মাদক কারবার করতেন।’

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই : রাজশাহীতে আইন উপদেষ্টা

তিনি বলেন, ‘র‍্যাব সদস্যরা অভিযানে গেলে শাহিদা সিসি ক্যামেরায় দেখেই বাড়ি থেকে পালিয়ে যান। তবে ধরা পড়েন দুই সহযোগী ও চার মাদক কারবারি। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় শাহিদাকেও পলাতক আসামি করা হয়েছে। তাঁকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।’

সর্বশেষ সংবাদ

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম গ্রেফতার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৫২
ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই : আসিফ মাহমুদ
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৫২
মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন কতটুকু সত্যি?
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৫২
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675