• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ধর্মঘট পালনকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দ.কোরিয়া

প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪ ১০:৪৫

ধর্মঘট পালনকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দ.কোরিয়া

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরীয় সরকার সোমবার বলেছে, তারা ধর্মঘট পালনকারী প্রশিক্ষণার্থী চিকিৎসকদের লাইসেন্স বাতিলের পদক্ষেপ নিবে। মেডিকেল প্রশিক্ষণ সংস্কারের দাবিতে কর্মবিরতি পালনকারী চিকিৎসকদের মধ্যে কাজে ফিরে যাওয়ার নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর এএফপি’র।
আগামী বছর থেকে মেডিকেল স্কুলে ভর্তি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রায় দুই সপ্তাহ আগে ১০ হাজার জুনিয়র চিকিৎসক ধর্মঘট পালন শুরু করেন।

আরও পড়ুনঃ  ইউএসএইডকে ভারতে সৎ বিশ্বাসে অনুমতি দেওয়া হয়েছিল: জয়শঙ্কর

ধর্মঘট পালনকারী প্রশিক্ষণার্থীরা সরকারের বেঁধে দেওয়া সময়সীমা ২৯ ফেব্রুয়ারির মধ্যে কাজে যোগদানে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে এসব চিকিৎসকদের গ্রেফতার এবং তাদের লাইসেন্স বাতিলেরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  আরেকটি ভাষা-যুদ্ধের জন্য প্রস্তুত তামিলনাড়ু, বলছেন মুখ্যমন্ত্রী

এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় সহকারিস্বাস্থ্যমন্ত্রী পার্ক মিন-সু বলেন, সরকার বারবার কাজে যোগদানের আহ্বান জানানো সত্ত্বেও খুব কম সংখ্যক চিকিৎসক কাজে ফিরেন।
মিন বলেন, ‘সরকার আজ থেকে এসব চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে।’
তিনি আরো বলেন, সরকারের এমন নির্দেশের পর কারা কাজে যোগ দিয়েছে বা যোগ দেয়নি তা খুঁজে বের করতে সোমবার দেশব্যাপী হাসপাতাল পরিদর্শন করা হবে।

আরও পড়ুনঃ  ইইউর অভিন্ন আশ্রয় নীতির দ্রুত বাস্তবায়ন চায় ইতালি

পার্ক বলেন, হাসপাতাল পরিদর্শনকালে যেসব চিকিৎসক অনুপস্থিত থাকবে সরকার তাদের অবহিত করে লাইসেন্স স্থগিত করার প্রক্রিয়া শুরু করবে।

সর্বশেষ সংবাদ

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম গ্রেফতার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই : আসিফ মাহমুদ
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675