• ঢাকা, বাংলাদেশ
  • ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘সি’ ইউনিটের মধ্য দিয়ে রাবির ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৪:৪২

‘সি’ ইউনিটের মধ্য দিয়ে রাবির ভর্তি পরীক্ষা শুরু

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) সকাল নয়টা থেকে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এই ভর্তি যুদ্ধ।

আজ চার শিফটে ৭৬ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-ই-খোদা একাডেমিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনল এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আরও পড়ুনঃ  রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান

উপাচার্য বলেন, আজ ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে কোটা বাদে ‘সি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৭০ হাজার ৯৭৬টি। এরমধ্যে এই ইউনিটের আওতাভুক্ত অবিজ্ঞানের ১হাজার ৭৭৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিফটগুলো হলো সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে বারোটা, ১টা থেকে২টা এবং সাড়ে তিনটা থেকে চারটা।

আরও পড়ুনঃ  লফস এর আয়োজনে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা

তিনি আরও বলেন, এবছর তিন ইউনিটে ১ লক্ষ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে। তবে, এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭জন। একজন পরীক্ষার্থীর একাধিক ইউনিটে আবেদন করার সুযোগ ছিল। এরমধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪৫৬ টি এবং নারী আবেদনকারীর সংখ্যা ৬৪ হাজার ৫২১টি।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যায়, এবছর ‘সি’ ইউনিটের ছয়টি অনুষদের আওতায় ২৬টি বিভাগে আসন সংখ্যা ১২১৭টি। এরমধ্যে বিজ্ঞান অনুষদে ৬২০, কৃষি অনুষদে ১২০, প্রকৌশল অনুষদে ২৫১, জীববিজ্ঞান অনুষদে ৩০০, ভূ-বিজ্ঞান অনুষদে ১৩০, ফিশারিজ অনুষদে ৫০ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদে ৫০টি আসন রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675