তথ্যবিবরণী : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ, এমপি আগামীকাল (০৮ মার্চ) দুই দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। শুক্রবার দুপুর সাড়ে তিনটায় পুঠিয়া উপজেলার পিএন উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ কর্তৃক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
শনিবার (০৯ মার্চ) বিকাল তিনটায় প্রতিমন্ত্রী রাজশাহী জিরো পয়েন্ট মোড়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগর শাখা এর যৌথ উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন।
ওই দিন সন্ধ্যায় তিনি পুঠিয়ার নিজ বাসভবন থেকে ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাবেন।