চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার আয়োজনে ১৪তম চাঁপাই উৎসব

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার আয়োজনে ১৪তম চাঁপাই উৎসব

সংবাদ বিজ্ঞপ্তি : চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার আয়োজনে নারায়ণগঞ্জে ১৪তম চাঁপাই উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রির্সোটে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনে  মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
১৪তম চাঁপাই উৎসব ২০২৪ আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় শ্বশুর বাড়ি থেকে ধর্ষক গ্রেফতার!

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার সভাপতি বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের ডিআইজি সভাপতি সৈয়দ নুরুল ইসলাম আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান।বৈচিত্রময় নান্দনিকতা, আর নানান বাহারি ঐতিহ্যের ছোঁয়ায় রঙিন হয়ে উঠুক হৃদয়লোক আহবানে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে সাধারণ সভা, কার্যনির্বাহী কমিটির সভা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা ও গুণীজন সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  মাদারীপুরে গ্রামবাসীর মধ্যে দুদিন ধরে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত অর্ধশত

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *