• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

উদ্বোধনের দিনেই ট্রেনে পাথর নিক্ষেপ, ভেঙেছে জানালা

প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ১০:৪৪

উদ্বোধনের দিনেই ট্রেনে পাথর নিক্ষেপ, ভেঙেছে জানালা

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে আজ চালু হওয়া আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ভেঙে গেছে ট্রেনের জানালা। তবে ওই পাথরের আঘাতে কোনো যাত্রী আহত হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

আজ মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের বুড়িমারী থেকে যাত্রী নিয়ে পারুলিয়া বাজারে পৌঁছালে কয়েকজন উশৃঙ্খল ব্যক্তি পাথর ছুড়ে মারে।এর আগে দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।

আরও পড়ুনঃ  নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

ট্রেনে থাকা যাত্রীরা জানান, ট্রেনটি হাতীবান্ধা স্টেশন ছেড়ে পারুলিয়া স্টেশনের কাছে এলেই এলোপাতাড়ি পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের জানালা ভেঙে যায়।

আরও পড়ুনঃ  চলন্ত বাসে ‘ধর্ষণের’ ঘটনাটি সঠিক নয়, দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে বুড়িমারী এক্সপ্রেসে ঢিল ছুড়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675