উদ্বোধনের দিনেই ট্রেনে পাথর নিক্ষেপ, ভেঙেছে জানালা

উদ্বোধনের দিনেই ট্রেনে পাথর নিক্ষেপ, ভেঙেছে জানালা

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে আজ চালু হওয়া আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ভেঙে গেছে ট্রেনের জানালা। তবে ওই পাথরের আঘাতে কোনো যাত্রী আহত হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ভরিতে স্বর্ণের দাম ১ হাজার টাকা কমলো

আজ মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের বুড়িমারী থেকে যাত্রী নিয়ে পারুলিয়া বাজারে পৌঁছালে কয়েকজন উশৃঙ্খল ব্যক্তি পাথর ছুড়ে মারে।এর আগে দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।

আরও পড়ুনঃ  আদালতের এজলাসে পুলিশকে মারধর, বিএনপির ৬ নেতাকর্মী আটক

ট্রেনে থাকা যাত্রীরা জানান, ট্রেনটি হাতীবান্ধা স্টেশন ছেড়ে পারুলিয়া স্টেশনের কাছে এলেই এলোপাতাড়ি পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের জানালা ভেঙে যায়।

আরও পড়ুনঃ  গৃহবধূর মুখে স্প্রে ছিটিয়ে হত্যার চেষ্টা, ঢামেকে ভর্তি

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে বুড়িমারী এক্সপ্রেসে ঢিল ছুড়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *