• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নিয়ামতপুরে রাস্তায় রশি দিয়ে যানবাহন আটকে ছিনতাই কালে যুবক আটক

প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ১১:১৮

নিয়ামতপুরে রাস্তায় রশি দিয়ে যানবাহন আটকে ছিনতাই কালে যুবক আটক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে রাস্তায় যানবাহন আটকে ছিনতাইয়ের ঘটনায় নাজমুল হক (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। তিনি মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের বাসিন্দা।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

রাস্তায় রশি পুলিশ জানায়, উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার ব্যবসায়ী আল আমিন তাঁর ব্যবসায়িক পার্টনারকে মোটরসাইকেলে করে বাড়ি নামিয়ে দিয়ে ফিরছিলেন। পথে শাবুলা পুকুর এলাকায় রাস্তায় রশি ধরে মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এ সময় তিন-চার মিলে তাঁর গলায় ছুরি ধরে জঙ্গলের ভেতর নিয়ে হাত-পা বেঁধে রেখে পকেটে থাকা ৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

আরও পড়ুনঃ  মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!

রাস্তায় রশি পুলিশ আরও জানায়, একই কায়দায় ছিনতাইয়ের শিকার একজন হাত বাঁধা অবস্থায় পালিয়ে গিয়ে স্থানীয় লোকজনকে ঘটনা জানায়। তারা এসে হাত-পা বাঁধা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে। এ সময় পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজনকে ধরে ফেলে। তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় তারা।

আরও পড়ুনঃ  বিডিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি

রাস্তায় রশি এ ঘটনায় ভুক্তভোগী আল আমিন বলেন, ‘রাস্তায় এমন ঘটনা ঘটবে, চিন্তাই করতে পারিনি। হাত-পা বেঁধে ফেলায় কিছুই করতে পারছিলাম না। স্থানীয়রা আসার পর মোটরসাইকেল রেখেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।’

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাস্তায় রশি এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

শারজাহ’র ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা চুক্তি ঢাকা চেম্বারের
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675