চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। একই সাথে উদ্ধার করা হয়েছে হেরোইন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মালবাগডাঙ্গা এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

আরও পড়ুনঃ  ফ্যাসিস্ট আ.লীগ ৭১ দখলের মতো বাংলা নববর্ষও দখল করে রেখেছিল : শামা ওবায়েদ

গ্রেফতার মাদক কারবরীর নাম বজলুর রহমান (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মালবাগডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে।

আজ বুধবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর মালবাগডাঙ্গা এলাকার মাদক কারবারী বজলুর রহমান তার বাড়িতে হেরোইন মজুদ রেখে বিক্রির করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব গভীর রাতে বজলুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বজলু পালানোর চেষ্টা করলে তাকে আটক করে র‌্যাব। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  ছাত্রদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা চেষ্টা, পিস্তলসহ আটক ১

পরে গ্রেফতার বজলুর রহমানকে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন মামলা দেয়া হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *