• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগর পুলিশের অভিযানে হেরোইনসহ তিনজন গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ৫:২২

নগর পুলিশের অভিযানে হেরোইনসহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। নগরীর কাটাখালী থানা পুলিশ গত মঙ্গলবার রোতে এ অভিযান চালায় পুলিশ।

গ্রেফতারকৃতরা জনি আলী (২৬), সাদেকুল ইসলাম লালন (২৯) ও টুটুল (৩৭)। জনি রাজশাহী নগরীর কাটাখালী থানার কাপাশিয়া পালপাড়ার কাচু আলীর ছেলে, সাদেকুল কাপাশিয়া মৃধাপাড়ার বাবলু শেখের ছেলে ও টুটুল বেলপুকুর থানার জামিরা মোল্লাপাড়ার আব্দুল হামিদের ছেলে।

আরও পড়ুনঃ  পরমাণুবিজ্ঞানী অধ্যাপক ড. এম শমশের আলী’র বাউবিতে “প্রফেসর ইমেরিটাস” পদে যোগদান

নগর পুলিশ জানায়, মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের তত্ত্বাবধানে পুলিশের একটি দল ওয়ারেন্ট আসামী ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার বেলঘরিয়া এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৬

এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশের দল মঙ্গলবার রাত ৯ টায় কাটাখালী থানার বেলঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জনি ও সাদেকুলকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  অটো থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

অপরদিকে রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার দালালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে টুটুলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতর কাছ থেকে ২৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

শারজাহ’র ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা চুক্তি ঢাকা চেম্বারের
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675