• ঢাকা, বাংলাদেশ
  • ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আরএমপি’র উদ্যোগে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ৯:২৫

আরএমপি’র উদ্যোগে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস্‌সহ বিভিন্ন থানায় আরএমপি’র উদ্যোগে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য অগ্নি-নির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

আজ ১৩ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস্‌সহ আরএমপি’র চন্দ্রিমা, মতিহার, বেলপুকুর, শাহমখদুম ও দামকুড়া থানা কম্পাউন্ডে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৭ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৫

এ মহড়ায় কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি-নির্বাপণ যন্ত্র ও পানিবাহি গাড়ির সাহায্যে কিভাবে আগুন নেভাতে হয়, বহুতল ভবনে আটকে পরা লোকজনদের স্ট্রেচার ও রশির সাহায্যে উদ্ধারসহ কিভাবে জীবন বাঁচানো যায় ও আহত ব্যক্তিদের কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয় তা প্রর্দশন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরও পড়ুনঃ  বাঘায় সরকারি স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ এক প্রভাবশালির বিরুদ্ধে

এছাড়াও যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এ জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করে। উক্ত মহড়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি পরীক্ষা

এসময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675