সংবাদ বিজ্ঞপ্তি : শনিবার (১৬ মার্চ) সকাল ১১.৩০ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারের সামনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর মরদেহে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, রাজশাহী জেলা ও মহানগর শ্রদ্ধা নিবেদন ও মরহুমের জানাযা নামাজে অংশগ্রহণ করেন। নির্মূল কমিটির পাশাপাশি অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক এবং পেশাজীবি সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
ফুলেল শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্মূল কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, জেল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, সাধারণ সম্পাদক এডভোকেট জোস্নারা খাতুন, মহানগর নির্মূল কমিটির সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী, দপ্তর সম্পাদক ওয়ালিউর শেখ, মহানগর যুব ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজ, মহানগর স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি ইখতিয়ার প্রামানিক, সাধারণ সম্পাদক আরাফাত সহ জেলা ও মহানগর নির্মূল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
দেশের প্রথিতযশা এ আইনজীবী শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।