সংবাদ বিজ্ঞপ্তি : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান রাসিক মেয়র।
অভিনন্দন বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, অসাধারণ ক্রীড়ানৈপণ্য দেখিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয়লাভ করেছে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আগামী ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।