• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আগুনে পুড়ে ছাই অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি

প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ১১:২৭

আগুনে পুড়ে ছাই অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি

অনলাইন ডেস্ক : আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৃটিশ মডেল, অভিনেত্রী কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়ি। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত এ বাড়িতে গত ১৪ মার্চ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। সিএনএন এ খবর প্রকাশ করেছে।

লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্টের বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাড়িটির পেছনে প্রচন্ড আগুনের শিখা দেখতে পান ফায়ারকর্মীরা। দুতলা বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনতে ৯৪ জন কর্মী ২ ঘণ্টা কাজ করেন। কিন্তু ততক্ষণে ছাদের পুরো অংশ পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুনঃ  মা হওয়ার আপ্রাণ চেষ্টা অভিনেত্রীর, ঘটল অলৌকিক ঘটনা!

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিএনএনের প্রতিবেদক। অভিনেত্রী কারা ডেলেভিনের খোঁজ করলে জানতে পারেন, তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  গায়ে ওড়না দাও, বোরকা পরো অভিনেত্রীর উদ্দেশে সানা খান

তবে ইনস্টাগ্রাম পোস্টে কারা ডেলেভিন লেখেন, ‘আজ আমার হৃদয় ভেঙে গেছে। আমি এটি বিশ্বাস করি না। চোখের পলকে মানুষের জীবন বদলে যায়।’

স্টুডিও সিটিতে অবস্থিত কারার এ বাড়ি। ২০১৯ সালে বাড়িটি কিনেন তিনি। এ বাড়িতে চারটি বেডরুম, ৬টি বাথরুম রয়েছে। তা ছাড়াও বাড়িটিতে সুইমিংপুলসহ নানারকম সুযোগ-সুবিধা রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, বাড়িটির মূল্য ৭ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুনঃ  রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক : অর্চিতা স্পর্শিয়া

আলোচিত সুপারমডেল কারা ডেলেভিন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও দক্ষ। আলোচিত সুপারহিরো সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’-এ দেখা গেছে তাকে। অভিনয় করেছেন প্রখ্যাত ফরাসি পরিচালক লুক বেসোঁর সিনেমাতেও।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675