ঢাকাWednesday , 20 March 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

নিজেকে শেষ করতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিলেন তরুণী

subadmin
March 20, 2024 9:03 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকাগামী লঞ্চ এমভি মানামী থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক তরুণী। গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় বরিশাল নদী বন্দরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও লঞ্চের স্টাফরা ওই তরুণীকে নদী থেকে তুলে হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল। তিনি বলেন, লঞ্চ পন্টুন ত্যাগ করার কিছুক্ষণ আগে ওই তরুণী নদীতে ঝাঁপ দেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে যান বলে জেনেছি। ওই তরুণী কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা পরিবারের পক্ষ থেকে জানা যায়নি।

এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান জানান, এক তরুণ আর এক তরুণী লঞ্চের নিচ তলার সম্মুখভাগে দাঁড়িয়ে কথা বলছিলেন। তারা দুজনে ঝগড়াও করেন। কথা কাটাকাটির একপর্যায়ে তরুণ ওই তরুণীকে চড় মারেন। এরপরই ওই তরুণী নদীতে ঝাঁপ দেন। তবে এক লোক সঙ্গে সঙ্গেই নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, নদীতে ঝাঁপ দেওয়া তরুণী আমাদের লঞ্চের যাত্রী ছিলেন না। তাছাড়া তার দ্রুত চিকিৎসার দরকার। এজন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা আমরা জানি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।