• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শেরপুরে ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার চার যুবক কারাগারে

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ৮:১৭

শেরপুরে ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার চার যুবক কারাগারে

অনলাইন ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে ভারত থেকে চোরাইপথে আনা প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ চারজনকে গ্রেপ্তার এবং একটি ট্রাক ও পিকআপ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে পৌর শহরের আড়াইআনী কালেমা চত্বর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চোরাকারবারি হারুন মিয়া, হালুয়াঘাট পূর্ব বাজারের ট্রাকচালক সোহেল মিয়া, ঘোষবেড় গ্রামের পিকআপচালক শেখ ফরিদ ও সংগ্রা গ্রামের হেলপার হৃদয় দাস।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১১

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাঘাইতলা বাজারের ব্যবসায়ী হারুন মিয়া চোরাইপথে আনা ৫০ কেজি করে ৪৪০ বস্তা ভারতীয় চিনি একটি ট্রাক ও পিকআপে করে পাচার করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে শহরের আড়াইআনী বাজার কালেমা চত্বরে অবস্থান নেয়। ভোর সোয়া ৫টার দিকে কালেমা চত্বর অতিক্রম করার সময় ট্রাক ও পিকআপ আটকে তল্লাশি করে ভারতীয় এসব চিনির বস্তা পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও পিকআপসহ চিনি জব্দ করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  টেকনাফে অপহরণের শিকার ১ জনকে উদ্ধার নৌবাহিনীর

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, জব্দকৃত ট্রাক, পিকআপ ও চিনি থানায় রয়েছে। আর গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675