ভোলাহাটে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

ভোলাহাটে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

ভোলাহাট প্রতিনিধি : ভোলাহাটে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে নিঃস্ব হয়েছিল বিভিন্ন বাড়ি এবং দোকান মালিকরা। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে ত্রাণ ও পূনর্বাসন অধিদপ্তর ভোলাহাটের পক্ষ থেকে উপজেলার বজরাটেক গ্রামের বাবু আলী, সুরানপুর গ্রামের ইয়ার মোহাম্মদ, রাধানগর গ্রামের মোঃ আহসানুর রহমান, দুর্গাপুর গ্রামের রফিকুল ইসলাম, ফতেপুর গ্রামের মোঃ পিয়ারুল ইসলাম, মুশরীভুজা গ্রামের আব্দুর রহমান সহ মোট ছয়জনকে ১০ হাজার টাকা করে নগদ চেক তুলে দেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায় নায়েক।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *