• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ক্ষেতে বিষ প্রয়োগ, কয়েকশ কবুতরের মৃত্যু

প্রকাশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ৯:৫০

ক্ষেতে বিষ প্রয়োগ, কয়েকশ কবুতরের মৃত্যু

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় শস্যক্ষেতে বিষ প্রয়োগে কয়েকশ কবুতরসহ পাখির মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই এলাকার কবুতরের খামারিরা। শনিবার ও রোববার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই এলাকার কৃষক মেহেদী শেখ তার শস্যক্ষেতে বিষ প্রয়োগের ফলে এসব পাখির মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। গত বছরও ওই এলাকার ক্ষেতে বিষ প্রয়োগের ফলে বেশ কিছু কবুতর মারা যায় বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুনঃ  বদলগাছীতে জাতীয় ভোটার দিবস পালিত

ভুক্তভোগী খামারি মেসকাত মিয়া বলেন, আমি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে অনার্সে পড়ি। পাশাপাশি বেশ কিছু কবুতর পালন করি। শনিবার সকালে প্রায় ৪২টা কবুতর আমার খামার থেকে ছেড়ে দেই। দুপুর ১২টার দিকে বাড়িতে এসে দেখি ২২টা কবুতর মারা গেছে। আমার বাড়ির পেছনে ডাল চাষ করেছেন মেহদী শেখ। তিনি ক্ষেতে ধানের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে দিয়েছেন। যাতে কোনো পাখি বা কবুতর ক্ষেতে না বসে। তার ক্ষেত থেকে কবুতর বাড়িতে আসার পরই মৃত্যু হয়। শুধু আমার কবুতরই নয়, এলাকার অনেক কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখির মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

এ বিষয়ে জানতে চাইলে কৃষক মেহেদী শেখ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন এবং তিনি নিজেও কবুতর পালন করেন বলে জানান।

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পাখি ও কবুতরের মৃত্যুর সত্যতা পেয়েছি। বন বিভাগকে খবর দিয়ে স্থানীয় কৃষকদের সচেতন করেছি। আশা করছি তারা ক্ষেতে বিষ প্রয়োগের বিষয়ে সচেতন হবে।

আরও পড়ুনঃ  সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি

কলাপাড়া বন বিভাগের সদস্য নীলগঞ্জ ইউনিয়নের দায়িত্বে থাকা কামরুল আলম বলেন, ডাল ক্ষেতে বিষ প্রয়োগের ফলে এসব পাখি ও কবুতরের মৃত্যু হয়েছে এবং একজন কৃষককে অভিযুক্ত করেছেন এই এলাকার খামারিরা। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675