অনলাইন ডেস্ক : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাসের আলোচিত জিসান হত্যা মামলা ও কিশোর গ্যাংয়ের মূল হোতা বাইক বাপ্পি ও তার সহযোগী মাহিনকে গ্রেপ্তার করেছে র্যাব। ভোলার দক্ষিণ আইচার করিমপাড়া থেকে বাপ্পিকে এবং তার সহযোগী মাহিনকে বান্দরবানের আরমিপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।
রোববার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী র্যাবের বরিশাল বিভাগীয় অধিনায়ক যোবায়ের আলম শোভন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানাসহ র্যাব সদস্যবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গত, স্থানীয় বটতলা বাজারে চলন্ত মোটরসাইকেল রাস্তায় ধুল উড়ানো নিয়ে কিশোর গ্যাং বাপ্পি চৌকিদার, মাহিন, মহিব্বুল, রোমান, বেল্লাল হাওলাদার , ইছা, বায়জিদ এর সঙ্গে জিসানের কথা কাটাকাটি হয়। এ নিয়ে গত ৮ মার্চ জিসানের ওপর হামলা করে তারা। হামলায় জিসান নিহত হন। এ ঘটনায় জিসানের বাবা ১০ জনের বিরুদ্ধ গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত জিসান চরবিশ্বাস কে আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।