• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী-২ আসনের এমপি অধ্যক্ষ বাদশার বাণী

প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ৮:৪৭

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী-২ আসনের এমপি অধ্যক্ষ বাদশার বাণী

সংবাদ বিজ্ঞপ্তি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

বাণীতে মাননীয় সাংসদ বলেন, ঐতিহাসিক এই দিনে আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালালে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এরপর দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

আরও পড়ুনঃ  বাঘায় অপরাধ দমনের সিদ্ধান্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায়

বাণীতে সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা বলেন, আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থকসহ সকল স্তরের জনগণকে, যারা আমাদের অধিকার আদায় ও মুক্তিসংগ্রামে বিভিন্নভাবে অবদান রেখেছেন।

আরও পড়ুনঃ  আজকে প্রশংসা করছি, ভুল করলে সমালোচনা করব, বাণিজ্য উপদেষ্টাকে হাসনাত

তিনি আরও বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে তারই কণ্যা সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। ২০৪১ সালের মধ্যেই বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় মাতৃভূমি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত দেশে পরিণত হোক- মহান স্বাধীনতা দিবসে এ আমার প্রত্যাশা।

সর্বশেষ সংবাদ

পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৪:২৬
পুঠিয়ায় কুপিয়ে জখম করে ছিনতাই
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৪:২৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675