অনলাইন ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। রাষ্ট্র-চালিত বাখতার নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।
সন্ধ্যা ৬টা নাগাদ পার্শ্ববর্তী বালখ প্রদেশের সাথে জাওজানকে সংযোগকারী মহাসড়কের পাশে ফৈজাবাদ জেলায় দুটি গাড়ির সংঘর্ষের ঘটনায় তারা মারা যায়।
রোববার স্থানীয় পুলিশ জানিয়েছে, জনাকীর্ণ রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো এবং হাইওয়েতে ট্রাফিক চিহ্নের অভাবে প্রায়ই আফগানিস্তানে যাত্রীদের প্রাণহানি ঘটে।
এদিকে, গত ১১ মাসে আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ১,৬০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৪,০০০ জনেরও বেশি আহত হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।