• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে ঝড়ো হাওয়াসহ ব্যাপক শিলাবৃষ্টি

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ১:১৮

নাটোরে ঝড়ো হাওয়াসহ ব্যাপক শিলাবৃষ্টি

অনলাইন ডেস্ক : নাটোরের চারটি উপজেলার বেশ কিছু এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ১১টা থেকে ১২টার পর্যন্ত জেলার বড়াইগ্রাম, সিংড়া, গুরুদাসপুর এবং লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় আলাদা আলাদা সময়ে ভারী ও হালকা বৃষ্টির সঙ্গে ব্যাপক শিলা পড়তে থাকে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় চাচা নিহত ভাতিজা আহত

এসব এলাকায় শিলাবৃষ্টির স্থায়িত্বকাল ২ মিনিট থেকে ১৫ মিনিট ছিল বলে জানা গেছে। এ সময় দমকা বাতাসও প্রবাহিত হয়।তবে শিলাবৃষ্টিতে তৎক্ষণাৎ ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে যুবককে তুলে নিয়ে চোখ উৎপাটন ও পায়ের রগ কর্তন, আটক ১

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, জেলার বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির খবর পেলাম। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে রয়েছেন। শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান করতে নির্দেশনা দেওয়া রয়েছে। তারা আমাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিলে ক্ষতির পরিমাণ জানাতে পারব।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675