• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভারতের গোয়ায় নিখোঁজ নেপালের মেয়রের মেয়ে

প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ১০:৫৯

ভারতের গোয়ায় নিখোঁজ নেপালের মেয়রের মেয়ে

অনলাইন ডেস্ক : কয়েক মাস আগে নেপাল থেকে ভারকের গোয়ায় ভ্রমণে গিয়েছিলেন নেপালের এক মেয়রের কন্যা আরতি হামাল।
কিন্তু গত ২৫ মার্চ রাতের পর থেকে আর তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না।

মেয়ের খোঁজ না পেয়ে গতকাল ২৬ মার্চ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেন নেপালের মেয়র গোপাল হামাল নিজেই। মেয়ের কোনো খোঁজ পেলেই যেন তার সঙ্গে যোগাযোগ করা হয় সে বিষয়েও আর্জিও জানিয়েছিলেন গোপাল।

আরও পড়ুনঃ  আরেকটি ভাষা-যুদ্ধের জন্য প্রস্তুত তামিলনাড়ু, বলছেন মুখ্যমন্ত্রী

তিনি লেখেন, ‘আমার জ্যেষ্ঠ কন্যা আরতি কয়েক মাস ধরে গোয়ায় ছিল। ওর এক বন্ধু আমায় জানিয়েছে যে আরতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যাঁরা গোয়ায় থাকেন, তাদের কাছে আমি অনুরোধ করছি আরতির কোনও খবর পেলে দয়া করে আমাকে জানাবেন। ’

আরও পড়ুনঃ  পশ্চিম তীরে ৫ সপ্তাহে নিহত ৫০, বাস্তুচ্যুত ৪০ হাজার ফিলিস্তিনি

মেয়র আরও লেখেন, ‘আমার ছোট মেয়ে আরজু এবং তার স্বামী মঙ্গলবার রাতে বিমানে গোয়ার উদ্দেশে রওনা হবে। আরতিকে খুঁজতে যাচ্ছে তারা। ’
এদিকে আরতির নিখোঁজ হওয়ার অভিযোগ গোয়ায় স্থানীয় থানায় দায়ের করা হয়। প্রতিবেশী দেশের মেয়রকন্যাকে উদ্ধার করে তল্লাশি শুরু করে গোয়া পুলিশ।

নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, নেপালের ধানগাধির মেয়র গোপাল। তার মেয়ে আরতি হামাল ধর্মগুরু ওশোর অনুসারী। গত কয়েক মাস ধরে গোয়ায় অবস্থান করছিলেন তিনি। সেখানে একটি নামি ধ্যানচর্চা কেন্দ্রে আসা-যাওয়া করেন ৩৬ বছর বয়সী তরুণী। সোমবার রাতে তাকে শেষ দেখা গিয়েছিল ওই কেন্দ্রে। ওইদিন রাত সাড়ে ৯টায় অশ্বেম সেতুর আশপাশে আরতিকে শেষ দেখা গিয়েছিল।

সর্বশেষ সংবাদ

এক মাসেও দেশে আসেনি বাগমারার তোফাজ্জলের মরদেহ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675