• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে নিয়ে কাবা দেখালেন পুলিশ সদস্য

প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ৪:৪০

প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে নিয়ে কাবা দেখালেন পুলিশ সদস্য

অনলাইন ডেস্ক : শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে নিজের কোলে নিয়ে পবিত্র কাবা শরীফ দেখিয়েছেন সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য। প্রতিবন্ধী ওই ব্যক্তি মক্কায় ওমরাহ করতে গিয়েছিলেন।

সংবাদমাধ্যম স্কাই নিউজ অ্যারাবিক জানিয়েছে, ওই পুলিশ সদস্য দেখতে পেয়েছিলেন, শারীরিক প্রতিবন্ধকতার কারণে ও উঁচু বেড়া থাকায় ওই ব্যক্তি কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না। তখন তিনি তাকে সাহায্য করতে এগিয়ে যান। ওই ব্যক্তি একজন প্রবাসী ছিলেন।

আরও পড়ুনঃ  সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা

কেউ একজন এ ঘটনার ভিডিও ধারণ করেন এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়।

সাধারণ মানুষ ওই পুলিশ সদস্যের প্রশংসা করেছেন। নেটিজেনরা তাকে তার মহানুভবতার জন্য পুরস্কৃত করার আহ্বানও জানিয়েছেন।

পবিত্র রমজান মাসে হাজার হাজার মানুষ ওমরাহ করতে মক্কা শরীফে যান। বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে মুসল্লিদের বেশি আনাগোনা থাকে কাবায়।

আরও পড়ুনঃ  থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনার কবলে শিক্ষাসফরের বাস, নিহত অন্তত ১৮

কাবায় যাওয়া মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় ও ওমরাহ করতে পারেন সেজন্য বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এছাড়া ভিড় সামাল দেওয়ার জন্য এ বছর রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে দেশটির সরকার।

আরও পড়ুনঃ  মণিপুরে অস্ত্র সমর্পণ করছেন বিদ্রোহীরা

গত ১১ মার্চ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র রমজান মাস শুরু হয়। রমজান মাস আসার পরই সৌদিতে মুসল্লিদের ঢল নামে।

গত দুই সপ্তাহে মক্কায় প্রায় এক কোটি মানুষ নামাজ ও ওমরাহ পালন করেছেন। অপরদিকে মসজিদে নববীতে গত দুই সপ্তাহে প্রায় দেড় কোটি মুসল্লি নামাজ আদায় করেছেন।

সর্বশেষ সংবাদ

রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:১২
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:১২
বিপিজেএ রাজশাহী শাখার ২৬ তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:১২
বৃষ্টির পর পয়েন্ট ভাগাভাগি, সেমিফাইনালে অস্ট্রেলিয়া
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:১২
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675