স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোর রাত পর্যন্ত নগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী মাদক কারবারী ও সেবী রয়েছে। এসময় বিভিন্ন ধরনের মাদক দ্রব্যও উদ্ধার করা হয়েছে।
নগর পুলিশ জানায়- অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৪ জন, এয়ারপোর্ট থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৫ জনকে আটক করে। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।