• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জেগে থাকতে ড্রাগ গ্রহণ করেন যুদ্ধবিমানের পাইলটরা

প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ৯:০১

জেগে থাকতে ড্রাগ গ্রহণ করেন যুদ্ধবিমানের পাইলটরা

অনলাইন ডেস্ক : বিমান আকাশে থাকা অবস্থায় গত মাসে ঘুমিয়ে পড়েন ইন্দোনেশিয়ার দুই পাইলট। বিমান চলার সময় ওই বিমানটির পাইলটরা প্রায় ৩০ মিনিট একসঙ্গে ঘুমান। সেটি ছিল সাধারণ যাত্রীবাহী বিমানের একটি ঘটনা। যেসব পাইলট যুদ্ধবিমান চালান তারাও একই সমস্যায় ভোগেন। তাদের মধ্যেও ক্লান্তি থেকে ঘুম চলে আসে। তবে এ বিষয়টির একটি চমক জাগানিয়া সমাধান রয়েছে। যুদ্ধবিমানের পাইলটরা জেগে থাকতে ড্রাগ ব্যবহার করে থাকেন।

এই ড্রাগের উদ্ভাবন করেছিল জার্মানির নাৎসিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের একটি বিমান ভূপাতিত করে ব্রিটেন। ওই বিমানের পাইলটের সঙ্গে ছিল মেথামফেটামিন নামের একটি ড্রাগ। যেসব পাইলটের ঘুমিয়ে পড়ার সম্ভাবনা ছিল তাদের জাগিয়ে রাখতে নাৎসি বিমানবাহিনীর পছন্দ ছিল এই ড্রাগটি।

আরও পড়ুনঃ  আমরা কৃতজ্ঞ, কিন্তু মার্কিন চুক্তিতে ১০ সেন্ট ঋণ পরিশোধও মানবো না

ব্রিটিশরা এই ড্রাগটি পরীক্ষা-নিরীক্ষা করে নতুন আরেকটি ড্রাগের উদ্ভাবন করে। যা নিজেদের পাইলটের মধ্যে বিলি করে তারা। এতে রাত্রীকালীন ইউরোপের বিভিন্ন জায়গায় অসংখ্য অভিযান চালাতে সক্ষম হয় ব্রিটিশ পাইলটরা।

এরপর ১৯৯০-৯১ সালের গালফ যুদ্ধে জনপ্রিয়তা লাভ করে ডেক্সট্রোমফেটামাইন নামের আরেকটি ড্রাগ। ওই সময় কুয়েতে অবস্থানরত ইরাকি বাহিনীর ওপর যেসব বিমান দিয়ে বোমা হামলা চালানো হয়েছিল তাদের সবগুলোর পাইলটই এই ড্রাগ গ্রহণ করেছিলেন। এমনকি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী তাদের পাইলটদের জন্য এই ড্রাগ ব্যবহার করে থাকে।

আরও পড়ুনঃ  শুল্কনীতির সমালোচনা করায় ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলার হুমকি ট্রাম্পের

তবে এসব ড্রাগের অনেক অনেক অসুবিধাও রয়েছে। এগুলো খুবই আসক্তিপূর্ণ। এমনকি ১৯৪০ সালের দিকেও এসব ড্রাগের অপব্যবহার হয়েছে। এ কারণে সামরিক প্রতিষ্ঠানগুলো এই ড্রাগের বিকল্প খুঁজছে।

পাইলটদের জন্য ব্যবহার করা হয়েছে মোডাফিনিল নামের আরেকটি ড্রাগ। ১৯৭০ সালের দিকে এই ড্রাগটি উদ্ভাবিত হয়। তবে এটি সামরিক কর্মকর্তাদের নজর এড়ায়নি। এই ড্রাগটি সেবন করলে চোখের ঘুম চলে যায়। এছাড়া এরমাধ্যমে শরীরের কার্যকারিতাও অনেক বেড়ে যায়। তবে এই ড্রাগের কারণে মাথাব্যথা এবং স্মৃতিভ্রম দেখা দিতে পারে। কিন্তু সামরিক অভিযানে বের হওয়া পাইলটদের জন্য এটি খুবই উপকারী।

আরও পড়ুনঃ  ৪০ উইঘুরকে চীনে ফেরত পাঠাল থাইল্যান্ড, আমেরিকা-জাতিসংঘের নিন্দা

একটি গবেষণায় দেখা গিয়েছিল, এই ড্রাগটি গ্রহণ করে সর্বোচ্চ ৬৪ ঘণ্টা জেগেছিলেন এক ব্যক্তি। যা ২০ কাপ কফি খাওয়ার সমান।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675