• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

গোদাগাড়ীর ধর্ষণ মামলায় একজন গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ৫:১৩

গোদাগাড়ীর ধর্ষণ মামলায় একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে। র‌্যাব নাটোর ক্যাম্পের সদস্যরা জেলার সদর থানার কানাইখালী শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম মামুন আলী (২৫)। তিনি গোদাগাড়ী থানার তাজেন্দ্রপুর এলাকার বারিক হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন ভিকটিমের নিকট প্রতিবেশী। ভিকটিম পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। গত ১০ ফেব্রুয়ারী বিকেল সাড়ে চারটায় ভিকটিম গোদাগাড়ী থানার তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের তার বাড়ীর পূর্ব পার্শ্বে এজাজুল হকের ভূট্টার জমিতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। একই জমিতে সাদ্দাম হোসেন ঘাস কাটছিল। বিকেল সাড়ে ৫টায় সময় ঘাস কাটার একপর্যায়ে সাদ্দাম হোসেন ভিকটিমকে জোর পূর্বক ঝাপটাইয়া ধরে মুখে গামছা পেঁচিয়ে ভুট্টার জমিতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।

আরও পড়ুনঃ  রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত

কিছুক্ষন পর মামুন হোসেন ঘটনাস্থলে আসে এবং সাদ্দাম হোসেনকে বলে, আমাকে ধর্ষণ করতে না দিলে আমি ঘটনা সম্পর্কে স্থানীয় লোকজনদেরকে বলে দিব। পরবর্তীতে মামুন ও সাদ্দাম পরস্পর যোগসাজজে একাধিকবার ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলার দায়ের পর থেকে আসামীরা আত্মগোপনে থাকেন ।

আরও পড়ুনঃ  বাঘায় খাঁনপুর (জে পি) উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান

মামলার তদন্তকারী অফিসার আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-৫ নাটোর ক্যম্পের সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার। গ্রেপ্তারের পর তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675