• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ডিএমপি কমিশনারের ঈদ উপহার পেলেন দৌলতদিয়ার ১৫০০ নারী

প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ৯:২৮

ডিএমপি কমিশনারের ঈদ উপহার পেলেন দৌলতদিয়ার ১৫০০ নারী

অনলাইন ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়া পূর্বপাড়া ও আশপাশের সুবিধাবঞ্চিত অসহায় ১৫০০ নারীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সোহরাব মন্ডলপাড়া গ্রামের অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমের বাড়ির আঙ্গিনায় যৌনপল্লীর এসব সুবিধাবঞ্চিত অসহায় নারীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় প্রত্যেককে ১টি শাড়ি, ১ কেজি সেমাই, এক কেজি চিনি, এক কেজি আতপ চাল ও এক কেজি মসুরের ডাল দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রমজানের চাঁদ কাল চাঁদ দেখা কমিটির সভা

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, পূর্বপাড়ার বাসিন্দাদের (যৌনকর্মীদের) সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।

আরও পড়ুনঃ  নিখোঁজের ৫ দিন পর বালুর বস্তার নিচে মিলল শিশুর মরদেহ

অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্যার করোনাকাল থেকে আজ পর্যন্ত তিনি দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সব সময় আমাদের বিপদে আপদে পাশে থাকেন। প্রত্যেককে ঈদের আগেই তিনি সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ঈদ উপহার দেন। আমরা হাবিব স্যারের জন্য সব সময় দোয়া করি। আল্লাহ যেন তাকে সর্বদা সুস্থ রাখেন।

আরও পড়ুনঃ  সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৫ এপ্রিল

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান স্যার সব সময় সুবিধাবঞ্চিত ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে থাকেন। তার প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে তিনি এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা ও বিভিন্ন উৎসবে তাদেরকে উপহার দিয়ে থাকেন। তারই অংশ হিসেবে আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দৌলতদিয়ার সুবিধাবঞ্চিত ১৫০০ জনের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675