• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমিরাতে জমে উঠেছে ঈদ বাজার

প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ১০:৪৪

আমিরাতে জমে উঠেছে ঈদ বাজার

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে রং-বেরঙের বাংলাদেশি পাঞ্জাবিতে সয়লাব বিভিন্ন মার্কেট। দেশের মতো প্রবাসেও জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতাদের ভিড় এখন বিপণিবিতানগুলোতে। বাংলাদেশি মালিকানাধীন দোকানে প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও যাচ্ছেন পছন্দের পোশাক কিনতে।

আমিরাতে ৯ এপ্রিল ৩০ রোজা পূর্ণ হবে। ওইদিন সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে ১০ এপ্রিল (বুধবার) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখার ওপর নির্ভর করে ৯ অথবা ১০ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরও পড়ুনঃ  সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিলো অস্ট্রেলিয়া

আমিরাতের বিভিন্ন শপিংমলে গিয়ে দেখা যায়, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের পাঞ্জাবির সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে বাংলাদেশি পাঞ্জাবি, চাহিদাও বেড়েছে। দেশের মতো এখানেও প্রবাসী বাংলাদেশিরা কেনাকাটার জন্য ছুটছেন এক বিপণিবিতান থেকে আরেক বিপণিবিতানে।

আরও পড়ুনঃ  ৪০ উইঘুরকে চীনে ফেরত পাঠাল থাইল্যান্ড, আমেরিকা-জাতিসংঘের নিন্দা

এদিকে ঈদ সামনে রেখে আমিরাতের বিভিন্ন মার্কেট সাজিয়েছে পাঞ্জাবির পসরা। নতুন নকশায় রং-বেরঙের বাংলাদেশি পাঞ্জাবি দুবাইয়ের মার্কেটগুলোতে ক্রেতাদের নজর কাড়ছে।

বিভিন্ন মার্কেটে কর্মরত প্রবাসী বিক্রয় কর্মীরা জানিয়েছেন, এবার অনেক রকমের পাঞ্জাবি এসেছে। তরুণদের রুচিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ থেকে আনা হয়েছে বাহারি পাঞ্জাবি। আমিরাতে দিন দিন বেড়েই চলেছে প্রবাসী বাংলাদেশির সংখ্যা। তার সঙ্গে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদাও। ক্ষুদ্র ব্যবসায়ীদের এ ধারা অব্যাহত থাকলে আমিরাতের বিভিন্ন শপিংমলে বাংলাদেশি পণ্যের সমাহার দেখা যাবে বলে মনে করেন বাংলাদেশি কমিউনিটির নেতারা।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675