• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বগুড়ার শাপলা মার্কেটে আগুন, ভস্মীভূত ১৫ দোকান

প্রকাশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ২:০৬

বগুড়ার শাপলা মার্কেটে আগুন, ভস্মীভূত ১৫ দোকান

অনলাইন ডেস্ক : বগুড়ার শাপলা মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শহরের প্রাণকেন্দ্র এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগা দোকানের বেশির ভাগ কাপড়ের। বাকিগুলো ছাপাখানার। সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ১৫টি দোকান পুড়ে যায়।

আরও পড়ুনঃ  ডাক্তার আসছেন বলে ১২ ঘণ্টা অপেক্ষা করানোর পর গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ ঢাকা পোস্টকে জানান, ঈদের জন্য দোকানে প্রায় ১৪ লাখ টাকার গেঞ্জি-প্যান্ট ছিল। সব পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে সাতটি ছাপাখানার বলে জানান আল আমিন নামের ভুক্তভোগী। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমার দোকানে চারটি কম্পিউটারসহ প্রায় চার লাখ টাকার মালামাল ছিল। সকাল সোয়া ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি কিছুই নেই।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় চাচা নিহত ভাতিজা আহত

জেলা ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকাল ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর আসে। এরপর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার কর্মীরা। পরে বগুড়া সদরের চারটি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

আরও পড়ুনঃ  নওগাঁয় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি, ৬ ডাকাত গ্রেপ্তার

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক ঢাকা পোস্টকে বলেন, আগুনের সূত্রপাত এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কাপড়ের দোকান থেকে আগুন ধরেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানানো যাবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675