• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শেষ মুহূর্তের গোলে উষার জয়

প্রকাশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ৮:২২

শেষ মুহূর্তের গোলে উষার জয়

অনলাইন ডেস্ক : গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগের সুপার সিক্সে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। আজ রোববার মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ১-২ গোলে হারায় উষা। উষার ভারতীয় খেলোয়াড় ইশরাত ইকতিদারের জোড়া গোলে এ জয় তুলে নেয় দলটি।

আরও পড়ুনঃ  ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরছেন শান্তরা

খেলার প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় অ্যাজাক্স। ১২ মিনিটে জাসম্যান মান্ডার ফিল্ড গোলে শুরুর অগ্রগামিতা অ্যাজাক্সের (১-০)। গোল পরিশোধ করতে চতুর্থ ও শেষ কোয়ার্টার পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় মাঠে উপস্থিত উষার দর্শক-সমর্থকদের। ৪৬ মিনিটে ইকতিদারের ফিল্ড গোলে সমতায় ফেরে উষা (১-১)। ৫৯ মিনিটে ইকতিদার ঊষাকে জয়সূচক গোলটি করেন। জয়সূচক গোলটি আসে একবারে অন্তিম মুহূর্তে। খেলা শেষের বাঁশি (হুটার) বাঁজানোর ১ মিনিট আগে।

আরও পড়ুনঃ  ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

হারলেও ম্যাচে দুর্দান্ত খেলেছে অ্যাজাক্স। বেশ কিছু গোলের সহজ সুযোগও তৈরি করে দলটি। কিন্তু ইকতিদারের পারফরম্যান্সের কাছে শেষ পর্যন্ত পয়েন্ট হারায় অ্যাজাক্স। খেলায় বিজিত দলের একমাত্র গোলটি করেন ভারতের জাসম্যান মান্ডা। এই জয়ে ১২ খেলায় আবাহনী ও মেরিনার্সের সমান ২৮ পয়েন্ট উষার।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675