• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মিরপুরে তামিম-শান্তর লম্বা আলোচনা

প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ ৯:২৭

মিরপুরে তামিম-শান্তর লম্বা আলোচনা

অনলাইন ডেস্ক : গেল বছরের সেপ্টেম্বরের পর আর জাতীয় দলের হয়ে খেলেলনি তামিম ইকবাল। ওয়ানডে বিশ্বকাপ দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন টাইগার এই ওপেনার। এরপর থেকে আলোচনায় জাতীয় দলের হয়ে আর তামিম ফিরবেন কিনা, বা ফিরে আসলেও সেটা কবে নাগাদ। এই বিষয়ে এখনো কোনো কিছু স্পষ্ট না।

আরও পড়ুনঃ  ২০২৫ পিএসএলের সূচি ঘোষণা

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি দেখছেন বলে সবারই জানা। ঈদের ছুটি শেষে আজ থেকে মাঠে গড়িয়েছে ডিপিএল। আর এদিন সোমবার আবাহনী-প্রাইম ব্যাংক ম্যাচ শেষে আলোচনা করতে দেখা গেছে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তামিমকে। তবে কী নিয়ে তাদের আলাপ সবার মধ্যেই ছিল তা জানতে চাওয়ার আগ্রহ।

আরও পড়ুনঃ  ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরছেন শান্তরা

মিরপুরে তামিমের সঙ্গে আলাপ শেষে জাতীয় দলের অধিনায়ক শান্ত গণমাধ্যমে বলেন, ‘এটা আমার আর তামিম ভাইর মধ্যেই থাক। আমি এমনি নরমালি একটু আড্ডা দিয়েছি। ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন।’

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক রেকর্ড

শান্ত আরও বলেন, ‘আমরা ক্রিকেট নিয়ে আলাপ-আলোচনা করছিলাম। কীভাবে আমরা আরেকটু বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। খুব বেশি সিরিয়াস কিছু তা নয়। জাস্ট দেখা করা।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675