• ঢাকা, বাংলাদেশ
  • ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাঘায় সার্কাসের মঞ্চ মাতালেন হিরো আলম

প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ২:১২

বাঘায় সার্কাসের মঞ্চ মাতালেন হিরো আলম

স্টাফ রিপোর্টার,বাঘা : মিলন মন্ডল নামের এক ব্যক্তি বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে দি নিউ গোল্ড সার্কাস নামে একটি প্যান্ডেল তৈরি করেছেন। এই প্যান্ডেল আজ রাত ৯টায় আলোচিত হিরো আলম-রিয়া মনি যৌথভাবে একটি হিন্দি গানের সাথে ঠোট মিলিয়ে নাচ পরিবেশন করেন।

৫০০ বছরের ঐতিহাসিক ঈদ মেলার অষ্টম দিনে এ সার্কাস প্যান্ডেলে হিরো আলম ও রিয়া মনির গান ও নাচ দেখতে শত শত মানুষের ঢল নামে। মেলাকে ঘিরে আয়োজন করা হয়েছে সার্কাসের পাশাপাশি, নাগর দোলা, রাডার, মৃত্যু কূপ মোটর সাইকেল ও প্রাইভেটকার খেলা।

নাচ ও গান শুরু করার আগে দর্শকদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, আমি গরিবের বন্ধু হিরো আলম। আমি আলম থেকে হিরো আলম হয়েছি। এ জন্য আমাকে লড়াই সংগ্রাম করতে হয়েছে। আমি আপনাদের রাজশাহী বিভাগের বগুড়ার সন্তান।

আরও পড়ুনঃ  ক্যানসার নিয়েই রোজা রাখছেন হিনা খান
বাঘায় সার্কাসের মঞ্চ হিরো আলম-রিয়া মনি

জানা যায়, আবদুল আব্বাসী (রঃ) বংশের হযরত শাহ্ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রহঃ) ও তার ছেলে হযরত আব্দুল হামিদ দানিশমন্দ (রহঃ) ওফাৎ দিবসে ধর্মীয় ওরস মোবারক উৎসবকে কেন্দ্র করে সাধকদের সাধনার পীঠস্থান হিসেবে ওয়াকফ এষ্টেটের এলাকা জুড়ে ঈদুল ফিতরের দিন থেকে ঈদ মেলা শুরু হয়েছে।

রাজশাহী শহর থেকে ৪৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ কোনে বাঘায় হযরত শাহদৌলা (রঃ) ও ছেলে হযরত আঃ হামিদ দানিশ মন্দ (রঃ) সাধনার পীঠস্থান। বাঘা শাহী মসজিদের ভিতরে প্রবেশ পথের উত্তর গেটের বামদিকে হযরত শাহদৌলা (রঃ) রওজা শরীফ অবস্থিত।

আরও পড়ুনঃ  সহশিল্পীরা আমার সঙ্গে কাজ করতে চাইত না : প্রভা

মেলার ইজারাদার মামুন হোসেন বলেন, দীর্ঘ ৫ বছর মেলা বন্ধ ছিল। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় এ বছর মেলা হচ্ছে। তিনি যে শর্ত দিয়েছেন, সেই শর্তে মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে বাঘা ওয়াকফ এষ্টেটের মোতোয়াল্লি ও মাজারের সদস্য সচিব খন্দকার মনছুরুল ইসলাম রইশ বলেন, ৫০০ বছর আগে বাগদাদ থেকে ৫ জন সঙ্গিসহ ইসলাম প্রচারের জন্য পূর্ব-দক্ষিণ কোনে পদ্মা নদীর কাছে বাঘা নামক স্থানে বসবাস শুরু করেন। তারপর নিজের চরিত্র, মাধুর্য্য, ব্যবহার ও আত্মিক শক্তির বলে এই এলাকার জনগণের মধ্যে ইসলাম প্রচারে আকৃষ্ঠ করেন। এই এলাকার মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে তার আত্মিক ক্ষমতার প্রভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার স্বরণে প্রায় ৫০০ বছর যাবত চলছে ঈদ মেলা।

আরও পড়ুনঃ  ‘বহু পুরুষ নারীবাদের অর্থই জানেন না, তাই নারীরা ভয় পায়’, কোন প্রসঙ্গে বললেন অদা শর্মা?

এ বিষয়ে মেলা কমিটির সহ-সভাপতি ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সুষ্ট সুন্দর পরিবেশে মেলার আয়োজন করা হয়েছে। সার্বক্ষনিক পুলিশ বাহিনী সতর্ক রয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ও অনৈতিক কোন ঘটনা ঘটেনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675