রাশিয়ার ওয়ান্টেড তালিকায় জেলেনস্কি

রাশিয়ার ওয়ান্টেড তালিকায় জেলেনস্কি

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিজেদের ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ মে) জেলেনস্কির নাম রুশ মন্ত্রণালয়ের ওয়েসবাইটে প্রকাশ করা হয়। তবে কোন অভিযোগে তাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে সেটি স্পষ্ট করা হয়নি।

ওয়েবসাইটে শুধু বলা হয়েছে, রাশিয়ার ক্রিমিনাল কোডের একটি ধারায় জেলেনস্কি ওয়ান্টেড। ওয়েবসাইটে জেলেনস্কির পূর্ণ নাম এবং ছবিও প্রকাশ করা হয়েছে। এছাড়া তার জন্মস্থান এবং জন্ম তারিখও এতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

গতকাল ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং ডিফেন্স কাউন্সিলের প্রধান আলেক্সান্ডার লিটভিনিনকোকে রাশিয়ার ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়। এর একদিন পরই প্রেসিডেন্ট জেলেনস্কিকে একই তালিকায় যুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার

আলেক্সান্ডার লিটভিনিনকো গত মার্চে আলেক্সই দানিলোভের স্থলাভিষিক্ত হন। তবে কোন অপরাধে তাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি রাশিয়া।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ওই সময় দেশটিতে রাশিয়ার প্রায় এক লাখ সেনা প্রবেশ করে। প্রাথমিকভাবে রুশ সেনাদের লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়া এবং জেলেনস্কিকে উৎখাত করে সেখানে নিজেদের আস্থাবহ সরকারকে স্থাপন করা। তবে রুশ বাহিনী এতে সফল হয়নি। কিন্তু তারা আবার পুরোপুরি পিছিয়েও যায়নি। ফলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ দুই বছরেরও বেশি সময় ধরে চলছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *