• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সাইফউদ্দিনের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে যা বললেন পাপন

প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪ ৯:০২

সাইফউদ্দিনের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে যা বললেন পাপন

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় স্কোয়াডে জায়গা না পাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আইসিসিকে পাঠানো প্রথম তালিকায় থাকলেও, জিম্বাবুয়ে সিরিজে আস্থার প্রতিদান দিতে না পারায় শেষ পর্যন্ত সাইফউদ্দিন স্কোয়াড থেকে ছিটকে গেছেন। এ নিয়ে বিসিবি এবং বাংলাদেশের কোচ–অধিনায়কও ব্যাখ্যা দিয়েছেন। এবার মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

মিরপুরে বুধবার আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দলের। এ সময় সেখানে অংশ নেন পাপনও। মাঠ ছাড়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফউদ্দিনের বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে ইস্যুটা হচ্ছে এখানে সাইফউদ্দিন থাকতেই পারত। মানে সাইফউদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না। না থাকলেও যে হুলুস্থুল কিছু হয়েছে, তা আমি মনে করি না।’

আরও পড়ুনঃ  ১২ বছর আগের লজ্জাজনক স্মৃতি ফেরাল ইংল্যান্ড

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে সবমিলিয়ে চারজন পেসার জায়গা পেয়েছেন। তাদের মধ্যে অবশ্য সহ–অধিনায়ক করা তাসকিন আহমেদ আছেন চোটের অস্বস্তিতে। যদিও বিশ্বকাপের আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা টাইগার টিম ম্যানেজমেন্টের। এ ছাড়া শরিফুল ইসলাম, ‍মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব আছেন মূল স্কোয়াডে। তাদের মধ্য থেকে কোনো তিনজন একাদশে থাকতে পারেন এমন প্রশ্নে পাপন বলেন, ‘আমি মনে করি যে তিন পেসার খেলাবে। সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন, মোস্তাফিজুর ও শরীফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম। যদি আমাকে জিজ্ঞেস করেন। তবে আমার কথায় কেউ প্রভাবিত হবে না।’

আরও পড়ুনঃ  ২০২৫ পিএসএলের সূচি ঘোষণা

এদিকে, টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাবেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব। হাসানকে হঠাৎ দলে নেওয়ার বিষয়ে বিসিবি সভাপতি জানান, ‘তারপরও আমি বলছি, যদি কেউ চোটে পড়ে, সেক্ষেত্রে ওরা নিয়ে যাচ্ছে হাসান মাহমুদকে। আমার ধারণা হাসান মাহমুদকেই খেলাবে। তাই এখানে অতিরিক্ত একজনকে নিয়ে যাচ্ছে যদি তেমন কোনো কন্ডিশন মনে হয়।’

আরও পড়ুনঃ  সিটিতে কত নম্বর জার্সি পেলেন ‘নতুন মেসি’

বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। বাংলাদেশের স্কোয়াড নিয়ে গত কয়েক দিনে জল্পনা তুঙ্গে থাকলেও দল ঘোষণায় তেমন চমক দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে অফফর্মে থাকলেও লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড। তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়নি স্কোয়াডে। ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা বিশ্বকাপ মিশন শুরু করবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675