• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিবগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪ ১১:২৪

শিবগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

শিবগঞ্জ প্রতিনিধি: দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। সোমবার (২০ মে) সকালে উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬৬টি কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। তিনি জানান, ভোট গ্রহণের মালামাল পৌঁছানো ও নিরাপত্তা ব্যবস্থাসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কৃষকের সেচ সেবা বাড়াতে বিএমডিএর হটলাইন সেবা চালু

তবে উপজেলার দুটি দূর্গম ইউনিয়নের পাঁচটি ভোট কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ব্যালেটের মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত ৪ লাখ ৭৮ হাজার ৭০২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675