• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪ ১১:২৬

পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় ইয়াসিন শেখ বাপ্পি (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২০ মে) দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন শেখ ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের খোকন শেখের ছেলে। সে চুমুরদী পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুনঃ  সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : শামসুজ্জামান দুদু

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ডে ইয়াসিন শেখ পরীক্ষার জন্য কলম কিনতে যায়। এ সময় মহাসড়কটি পার হতে গেলে মাদারীপুরের দিক থেকে ফরিদপুর অভিমুখী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় ইয়াসিন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যায় ইয়াসিন।

আরও পড়ুনঃ  আগামী নির্বাচনে টাকা দিয়ে কাউকে ভোট কিনতে দেব না: ইলিয়াস মোল্লা

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675