• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

১০ দিন পর মা হওয়ার খবর জানালেন ইয়ামি গৌতম

প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪ ১১:৫৫

১০ দিন পর মা হওয়ার খবর জানালেন ইয়ামি গৌতম

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো পুত্র সন্তানের মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। গত ১০ মে সন্তান জন্ম দিয়েছেন এই তারকা। তবে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন ১০ দিন পরে।

সোমবার (২০ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে পুত্র সন্তানের মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুনঃ  নারী মানেই দেহসর্বস্ব নয়, তাদের মধ্যে বুদ্ধিমত্তাও রয়েছে, এটা বোঝাতে আর কত যুগ কেটে যাবে: ঋতুপর্ণা

ইয়ামি গৌতম ও আদিত্য ধর দম্পতি ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমাদের ঘরে পুত্রসন্তানের আগমন ঘটেছে। অদ্ভুত এক রোমাঞ্চ নিয়ে খবরটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি।’

এই দম্পতি আরও বলেন, ‘অভিভাবক হিসাবে এই জার্নি শুরুর সঙ্গে সঙ্গে আমাদের আশা আমাদের ছেলের ভবিষ্যত উজ্জ্বল হবে। ওর জীবনের প্রত্যেক মাইলস্টোন আমাদের বিশ্বাসকে মজবুত করবে যে আমাদের পরিবারের জন্য এবং মাতৃভূমির সুযোগ্য পুত্র হয়ে উঠবে।’

আরও পড়ুনঃ  নগর বাউলে মাতবে আমেরিকা, গড়বে ইতিহাস!

ইয়ামি ও আদিত্যর ছেলের নামের সঙ্গে জুড়ে রয়েছে হিন্দুধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ বেদের নাম। বেদাবিদ সংস্কৃত শব্দ। এর অর্থ বেদের বিদ (বিদ্যান) অর্থাৎ যে পুরুষ বেদ সম্পর্কে জ্ঞানী তিনিই বেদাবিদ।

আরও পড়ুনঃ  যৌন কামনা না কি ভালবাসা!

এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা রণবীর সিংসহ বলিউডের একাধিক তারকা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675