• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাড়ি ফিরেও সুপ্তি আমাকে মিস করায় : পরীমণি

প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ১০:৫৭

বাড়ি ফিরেও সুপ্তি আমাকে মিস করায় : পরীমণি

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি বর্তমানে ব্যস্ত রয়েছেন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিতব্য ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে।

ওয়েব সিরিজটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। শুটিং করতে গিয়ে সেই চরিত্রের মায়ায় পড়েছেন তিনি।

বেশ কয়েকদিন ধরেই ‘রঙিলা কিতাব’-এর শুটিং লোকেশনের ছবি দিচ্ছেন এই নায়িকা। তারই ধারাবাহিকতায় সোমবার কলাককুশলীদের সঙ্গে একটি সেলফি ভিডিও দিয়েছেন তিনি। যার ক্যাপশনে জুড়ে দিলেন সুপ্তি নামের ওই চরিত্রে ডুবে থাকার গল্প।

আরও পড়ুনঃ  হারানোর পরই মূল্য দেওয়া হয় : অপরাজিতা আঢ্য

ফেসবুকে পরী লিখেছেন, ‘চরিত্র হয়ে কাজ করলে কিছু সমস্যা আছে। যেমন এই সুপ্তির মতন চরিত্রটা! বাড়ি ফিরেও সুপ্তি আমায় মিস করায়..তার বেদনা, কষ্ট, অভিমান, বুকের ভিতর দমে যাওয়া আর্তনাদ সবকিছু কেমন মায়া মায়া আবেশ হয়ে আমার সাথে রয়ে যেতে চায়।

আরও পড়ুনঃ  ‘মায়ের সামনে পারবেন না!’ পরিচালকের প্রস্তাব শুনেই কী করেছিলেন প্রিয়ঙ্কা?

সুপ্তি আমার অনেকটা ভালোবাসার চরিত্র হয়ে গেছে। আশা করছি. রঙ্গিলা কিতাব রিলিজ হলে সবার ভালোবাসা পাবো। কি অসাধারন একটা টিমের সাথে কাজ হলো। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

কিঙ্কর আহসানের উপন্যাস থেকে ‘রঙিলা কিতাব’ নির্মাণ করছেন অনম বিশ্বাস।সম্প্রতি এর শুটিং হয়েছে রাঙামাটিতে। সেখানে জেলা কারাগারে শুটিং হওয়ার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  বড় নজির গড়েছে ‘পরিণীতা’!

ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন একটি প্রেক্ষাপট নিয়েই নির্মিত হচ্ছে হইচইয়ের এই সিরিজ।

 

যেখানে পরীমণি ছাড়াও আরও অভিনয় করছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। বাকি অভিনয়শিল্পীদের নাম এখনও প্রকাশ্যে আসেনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675