নাটোরে ২৪ হাজার জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নাটোরে ২৪ হাজার জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরে ২৪ হাজার জাল টাকাসহ রিপন হোসেন (৩৩) এবং তার স্ত্রী লাবনী আক্তার রিমু (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার (২১ মে) দিনগত রাত ১০:৩০ টার দিকে নাটোর সদর উপজেলার ধরাইল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রাজশাহীর বাগমারা উপজেলার রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং পুত্রবধু লাবনী আক্তার রিমু। বুধবার (২২ মে) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প সিপিসি-২ এর কমান্ডার হাসান মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  নাটোরে মাদ্রাসার নামে চাঁদাবাজির অভিযোগে আটক ৮

রাজশাহী র‌্যার-৫ এর নাটোর র‌্যাব ক্যাম্প সিপিসি-২এর কমান্ডার হাসান মাহমুদ জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজারে একটি অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় রিপন হোসেন ও তার স্ত্রী লাবনী আক্তার রিমু’র কাছ থেকে এক হাজার টাকার ১২টি নোট এবং পাঁচশ টাকার ২৪ টি জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  মান্দায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

র‌্যাব আরো জানায়, রিপন এবং তার স্ত্রী রিমু সঙ্ঘবদ্ধ জালিয়াতচক্রের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করে আসছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানার কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *