অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম ও দেবীনগর ইউনিয়নের রহমানের টোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের বাসিন্দা আব্দুর রহিম (৬০) ও দেবীনগর ইউনিয়নের রহমানটোলা এলাকার বুলবুলের ছেলে মাহি (৬)।
স্থানীয়রা জানান, রাতে রহমানটোলা এলাকার বুলবুল নিজ বাড়ির সামনে তার চার্জার ভ্যানটি চার্জ দেন। সকালে মাহি খেলাধুলার একপর্যায়ে ওই ভ্যানে ওঠে। ভ্যানটি বিদ্যুতায়িত হয়ে থাকায় মাহি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে আব্দুর রহিমের বাড়ির বারান্দায় কাপড় শুকানোর জন্য জিআই তার টানানো ছিল। সেখানে বাড়ির টিনের সঙ্গে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আব্দুর রহিমের স্ত্রী মোসা. রেহেনা বেগম (৪৫) কাপড় শুকানোর জন্য গেলে সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে আব্দুর রহিম এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।