• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তানোরে ২৩ বছর পর সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪ ৭:২১

তানোরে ২৩ বছর পর সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী গ্রেপ্তার

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোরে ২৩ বছর পর ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানায় পলাতক ১ আসামীকে গ্রেপ্তার করেছেন তানোর থানা পুলিশ। তার নাম কামরুল ইসলাম (৪৮)। তিনি তানোর উপজেলার কলমা ইউপির অমৃতপুর গ্রামের মৃত নাজিম উদ্দীনের পুত্র। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এএসআই ফজলে রাব্বী সংগীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ২০০১ সালে গ্রামের একটি মারামারীর ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নাম্বর জিআর মামলা -৬২২/২০০১। ওই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আদালত ওই মামলায় তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় বসবাস করছিলেন। গ্রেপ্তারী পরোয়ানা মুলে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিলো। ঈদের আগে তিনি গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে তানোর উপজেলার অমৃতপুর গ্রামস্থ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জের হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি আব্দুর রহিম।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675