• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিল্পায়নের চেষ্টা অব্যাহত আছে : মেয়র লিটন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ৯:২৪

শিল্পায়নের চেষ্টা অব্যাহত আছে : মেয়র লিটন

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রাইমারী গ্রæপের সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত সভায় আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নীলনদ, চন্দ্রমল্লিকা, বনলতা ক্লাস্টারের নেতৃবৃন্দ বিভিন্ন মতামত তুলে ধরেন। মেয়র নেতৃবৃন্দের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শোনেন। সভায় বক্তারা সুন্দর বাসযোগ্য নগরী রাজশাহীর উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতে মাননীয় মেয়রের পাশে থাকার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  কারওয়ান বাজারে টিসিবি ভবনে আগুন

সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইতোপূর্বে সিডিসি ক্লাস্টার, প্রাইমারী গ্রæপের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছি। আগামীতে ওয়ার্ড পর্যায়ে এ সভা অনুষ্ঠিত হবে। এ প্রকল্পের মাধ্যমে সিডিসির সদস্যরা নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে ঋণ প্রদান করে থাকেন। সিডিসির মাঠ পর্যায়ের কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে জন্য সিডিসি নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। সিডিসির সদস্যদের কীভাবে আয় বৃদ্ধি করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। আয়ের নতুন নতুন খাত সৃষ্টিতে সিডিসির সদস্যরা নিজেদের উদ্যোগে তৈরী পোষাক, টুপি তৈরী, তৈরি খাবার, মুড়ি তৈরী করে প্যাকেটজাত করেও বাজারজাত করতে পারেন। রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ২০১৮ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি

মতবিনিময় সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের উপদেষ্টা কবি আরিফুল হক কুমার।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা রাজশাহী সফরে আসছেন শনিবার

সভায় আরও বক্তব্য দেন নীলনদ, চন্দ্রমল্লিকা, বনলতা ক্লাস্টারের নেত্রী সুফিয়া, সুরাইয়া, রুবিনা, শহিদা, সুইটি, বেবি, বন্দনা, পপি রিনা, জেসমিন, নিপা, সাবিহা, সাহেদা। সভা সঞ্চালনা করেন সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নি। মতবিনিময় সভায় নীলনদ, চন্দ্রমল্লিকা, বনলতা ক্লাস্টারের প্রাইমারী গ্রæপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675