• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এবার নির্বাচনের ফলাফল মানবেন ট্রাম্প?

প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ৪:৩১

এবার নির্বাচনের ফলাফল মানবেন ট্রাম্প?

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে একে অপরকে নানা ইস্যুতে ঘায়েল করার চেষ্টা করেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। দুইজনেই দিয়েছেন অসংখ্য প্রশ্নের উত্তর।

এক পর্যায়ে বিতর্ক পরিচালনাকারী সিএনএন এর সঞ্চালক ট্রাম্পের কাছে জানতে চান নির্বাচনে যে-ই জিতুক, তিনি ২০২৪ সালের ফলাফল মানবেন কি-না।

আরও পড়ুনঃ  অবৈধ বাংলাদেশি-রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে

ট্রাম্প বারবার প্রশ্নটি উপেক্ষা করছিলেন ও রাশিয়া-ইউক্রেন ইস্যুতে চলে যাচ্ছিলেন। এরপর ফের তাকে প্রশ্নটি করা হয়।

জবাবে ট্রাম্প বলেন, যদি সুষ্ঠু, আইনগত ও ভালো নির্বাচন হয় তাহলে অবশ্যই মানব। একই সঙ্গে তিনি ২০২০ সালের নির্বাচন নিয়ে তার বড় ধরনের কারচুপির অপ্রমাণিত দাবির পুনরাবৃত্তি করেন।

আরও পড়ুনঃ  ৪০ উইঘুরকে চীনে ফেরত পাঠাল থাইল্যান্ড, আমেরিকা-জাতিসংঘের নিন্দা

তাছাড়া বাইডেনকে তার বয়স সম্পর্কে প্রশ্ন করা হয় যে তিনি যখন দ্বিতীয় মেয়াদ শেষ করবেন তখন তার বয়স হবে ৮৬। তিনি হবে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।

জবাবে প্রেসিডেন্ট বলেন, এক সময় তিনি সবচেয়ে কমবয়সী আইন প্রণেতা বলে সমালোচনার শিকার হতেন। পাশাপাশি তিনি বলেন ট্রাম্প তার চেয়ে তিন বছরের ছোট এবং অনেকটাই কম যোগ্য।

আরও পড়ুনঃ  সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা

অন্যদিকে ট্রাম্পকে বলা হয়, যে তার বয়স এখন ৭৮ ও দ্বিতীয় মেয়াদ শেষে তা হবে ৮২ বছর।

জবাবে ট্রাম্প বলেন, তার স্বাস্থ্য ভালো ও তিনি এ সময় গলফ খেলার প্রসঙ্গও টেনে আনেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675