একসাথে ওমরায় সাতভাই

একসাথে ওমরায় সাতভাই

জাহিদুল ইসলাম নিক্কন, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীর এক পরিবারের ৭ ভাই পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওয়ানা হয়েছেন। এক পরিবারের আপন সাত ভাই একত্রে হজ্ব পালনের বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই সাত ভাই ঈশ্বরদী শহরের পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা গ্রামের মৃত আবেদ আলী মুন্সীর ছেলে। তারা সবাই ব্যবসায়ী।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

তারা হলেন- ফজলুল হক ভাঙন, ডা. আলমগীর পারভেজ, সেলিম হোসেন, রিয়াজুল ইসলাম চুন্নু, আনোয়ার হোসেন, আনজারুল ইসলাম ও রাসেল রানা। পবিত্র সৌদি আরবে একই পরিবারের সাত ভাই ১৭ দিন অবস্থান করবেন বলে জানা যায়।

আরও পড়ুনঃ  আমরা উড্ডয়ন শুরু করে ফেলেছি, নামার সুযোগ নেই : পরিসংখ্যান সচিব

মঙ্গলবার সকাল ৯টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে তারা সৌদি আরবের উদ্দ্যেশ্যে রওনা হয়েছেন। এর আগে সোমবার রাত ৯ টার সময় একই পোশাকে ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। মা ফজিলা বেগমের কাছ থেকে দোয়া ও বিদায় নিয়ে একত্রে সাত ভাই পবিত্র ওমরাহ পালনের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *