চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক শামিম রেজা লিপ্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার কোচিং সেন্টারের ভেতরে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তার শিক্ষক শামিম রেজা লিপ্টন পৌর এলাকার একটি কোচিং সেন্টারের পরিচালক ও রেহাইচর এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  প্লট জালিয়াতি: শেখ হাসিনা ও জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ভুক্তভোগী কলেজছাত্রীর স্বজনেরা জানান, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার ভোরে কোচিং সেন্টারে যান ওই কলেজছাত্রী। এ সময় কোচিং সেন্টারের শিক্ষক শামিম রেজা লিপ্টন তাঁর শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান কলেজছাত্রী।

এরপর বিকেলে আবারও কোচিং সেন্টারে যান ভুক্তভোগী ছাত্রী। এ সময় আবারও শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে মারধর করে জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  বজ্রপাতে ৪ জেলায় ৭ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, ‘জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কোচিং শিক্ষক শামিম রেজাকে উদ্ধার করে আনা হয়েছে।

আরও পড়ুনঃ  ৮ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও

বিক্ষুব্ধ জনতা কিছু মারধর করেছেন। এ ঘটনা ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। কাল বৃহস্পতিবার সকালে আদালতে তাঁকে পাঠানো হবে।

ওসি এ কে এম আলমগীর জাহান আরও বলেন, ‘অভিযুক্ত কোচিং সেন্টারের শিক্ষক কলেজছাত্রীকে শ্লীলতাহানির কথা শিকার করেছেন।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *