চাঁপাইনবাবগঞ্জে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে অস্ত্র ও গুলিসহ আব্দুর রাজ্জাক রাজু (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  মানিক মিয়া অ্যাভিনিউতে ড্রোন শো, ফুটে উঠল জুলাই অভ্যুত্থানের চিত্র

মঙ্গলবার বিকেল ৫টার দিকে চৌডালা ইউনিয়নের বেলালবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাক রাজু ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌডালা ইউনিয়নের বেলালবাজারের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আহ্বায়ক কামরুজ্জামান, সদস্য সচিব আশরাফুল

সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, রাজু শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে রহনপুরে নিয়ে আসছিলেন। এ ছাড়া তিনি খুচরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *