চাঁপাইয়ে পিস্তল-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইয়ে পিস্তল-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি জেলেপাড়া গ্রামে অভিযান চালিয়ে পিস্তল ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম তরিকুল ইসলাম (২৫)। রোববার সন্ধ্যায় র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল তরিকুলের বাড়িতে এ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদল

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর উপপরিচালক (মিডিয়া অফিসার) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তরিকুলের বাড়ি থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, ১৫০ গ্রাম হেরোইন এবং ৪৭ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে রপ্তানি বহুমুখীকরণের চেষ্টা থাকবে

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামি তরিকুল নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রেখে মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় দুটি মামলা করা হয়েছে। আসামিকেও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *