• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নওগাঁয় বিস্কুট খেয়ে প্রাণ গেল ২ বোনের

প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ৮:৫১

নওগাঁয় বিস্কুট খেয়ে প্রাণ গেল ২ বোনের

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামে বিস্কুট খেয়ে খাদিজা (৬) ও তাবাসসুম (৮ মাস) নামে ২ সহোদর শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত খাদিজা ও তাবাসসুম দোগাছী স্কুল পাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে। একইসঙ্গে বিস্কুট খেয়ে মইন ইসলাম (১৬) নামে আরও এক কিশোর অসুস্থ হয়েছে। তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অসুস্থ মইন একই গ্রামের পাইলটের ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মইন বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছুক্ষণ পর তারা টানা বমি করতে থাকে। এক পর্যায়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাদের ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নেয় স্বজনরা। হাসপাতালে নেওয়ার পর বিকেলে ৮ মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তারও মৃত্যু হয়। অন্যদিকে অসুস্থ মইন জেনারেল হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।
নওগাঁ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি অপারেশন) নাজমুল হুদা দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্কুট খাওয়ার পর অসুস্থ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের কেউ থানায় অভিযোগ করতে আসেনি। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তবে ময়নাতদন্ত করলে এরপরই শিশু দুটির মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675