ঢাকাWednesday , 10 July 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

তানোরে কামারগাঁ ইউপির উপ-নির্বাচনে দুইজনের মনোনয়ন প্রত্যাহার

subadmin
July 10, 2024 11:11 pm
Link Copied!

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ৩জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন। বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে বেলা ১২টার দিকে এই দুই প্রার্থী নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে গিয়ে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
ফলে কামারগাঁ ইউপি চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আ’ লীগ দলীয় সমর্থিত প্রার্থী কামারগাঁ ইউপি আ’ লীগ সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শফি কামাল মিন্টু।
তানোর উপজেলা নির্বাচন অফিসার ও কামারগাঁ ইউপি উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুজ্জামান বলেন, বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে বেলা ১২টার দিকে এই দুই প্রার্থী অফিসে এসে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি বলেন, আর কোন প্রার্থী না থাকায় বৃহস্পতিবার প্রতীক বরাদ্ধের দিনে শফি কামাল মিন্টুকে বে-সরকারী ভাবে চেয়ারম্যান ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।