• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তানোরে কামারগাঁ ইউপির উপ-নির্বাচনে দুইজনের মনোনয়ন প্রত্যাহার

প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ১১:১১

তানোরে কামারগাঁ ইউপির উপ-নির্বাচনে দুইজনের মনোনয়ন প্রত্যাহার

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ৩জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন। বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে বেলা ১২টার দিকে এই দুই প্রার্থী নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে গিয়ে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
ফলে কামারগাঁ ইউপি চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আ’ লীগ দলীয় সমর্থিত প্রার্থী কামারগাঁ ইউপি আ’ লীগ সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শফি কামাল মিন্টু।
তানোর উপজেলা নির্বাচন অফিসার ও কামারগাঁ ইউপি উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুজ্জামান বলেন, বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে বেলা ১২টার দিকে এই দুই প্রার্থী অফিসে এসে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি বলেন, আর কোন প্রার্থী না থাকায় বৃহস্পতিবার প্রতীক বরাদ্ধের দিনে শফি কামাল মিন্টুকে বে-সরকারী ভাবে চেয়ারম্যান ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675